জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রচেষ্টায় ভেটো দিয়েছে চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রচেষ্টায় ভেটো দিয়েছে চীন ও রাশিয়া।

এদিকে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোয় আরো অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী। এরই মধ্যে বিদ্রোহীদের কাছ থেকে তাদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব আলেপ্পোর ৬০ শতাংশের দখল নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী।

আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

সংক্ষুবদ্ধ আলেপ্পোয় সাত দিনের যুদ্ধবিরতি কার্যকরে প্রস্তাব আনা হয় নিরাপত্তা পরিষদে। কিন্তু তাতে না বলে দেয় রাশিয়া ও চীন।

সোমবার মধ্যরাতে বড় পরিসরে অভিযান চালিয়ে সিরিয়ার সরকারি ও তাদের সহযোগী বাহিনী কাদি আস্কার দখল করে নেয়।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশারের বাহিনী অগ্রগামী হয়ে আল-শার অঞ্চল চারপাশ থেকে ঘিরে ফেলেছে।

অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান জানিয়েছেন, পূর্ব ও পশ্চিম উভয় পাশ থেকে হামলা চালাচ্ছে সিরিয়ার সামরিক বাহিনী।

সম্প্রতি সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠীর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব আলেপ্পোয় ভয়াবহ অভিযান পরিচালনা করছে সরকারি বাহিনী। তাদের সাহায্য করছে রাশিয়া। আলেপ্পো থেকে বিদ্রোহীদের উচ্ছেদ করতে পারলে, সিরিয়া গৃহযুদ্ধের মানচিত্র বাশারের মুঠোয় চলে আসবে।

২০১১ সালে সিরিয়া গৃহযুদ্ধ শুরুর পর এ পর্যন্ত আড়াই থেকে ৪ লাখ মানুষ মারা গেছে। উদ্বাস্তু হয়েছে প্রায় কোটি মানুষ। এখনো যুদ্ধ চলছে। এ অবস্থায় রাশিয়া বাশারের পক্ষে এবং যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের পক্ষে অনড় রয়েছে। যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, বাশারের ক্ষমতা ছেড়ে দেওয়ায়ই সিরিয়া গৃহযুদ্ধ অবসানের একমাত্র পথ। তবে রাশিয়া এতে রাজি নয়।