খেলা ডেস্কঃ প্রায় এক সপ্তাহের বিরতি শেষে চট্টগ্রামে অনুশীলন করেছে জাতীয় দলের রাডারে থাকাসহ টাইগার্সের ক্রিকেটাররা। মূলত, আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখেই এই অনুশীলন করছেন তারা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে দুদিনের প্রস্তুতিমূলক টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। এর আগে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আফিফ হোসেন।
তার ভাষ্য, ‘আসলে শুধু প্লেয়ার হিসেবে বলবো না, যেকোনো মানুষ হিসেবে এ রকম সময় কাটানো খুবই কঠিন একটা ব্যাপার। আশা করি, সামনে এ রকম সময় আর আমাদের কাটাতে হবে না, ইনশাল্লাহ।’
আফিফ আরও বলেন, ‘অনেকটা অনেক আগের সময়ে ফিরে যাওয়ার মত যে ইন্টারনেট নাই। আমাদের বাইরে যাওয়ার কোন ওয়ে নাই, আমরা অনেক সময় আড্ডা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই ইন্টারনেট থাকলে হয় না। এমন পরিস্থিতিতে এসেছে যে সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনার শেষে আড্ডা দেওয়া হয়েছে।’
জাতীয় দলের সঙ্গে না থাকলেও সবসময় আশেপাশেই আছেন বলেই দাবি আফিফের। তার ভাষ্যমতে, ‘আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি একটু সময় নিয়ে খেলাটা। আমার ইনিংস বড় করাটা ইজি হয়, আর আপনি অনেক কিছু বললেন, তবে আমি অনেক চিন্তা করি না। সামনে আবার যদি সুযোগ পাই তাহলে আমার জন্য আরও বেটার হবে। তো সেই জিনিসটা কাজে লাগানোর চেষ্টা করব। আর জাতীয় দলের বাইরে আমি এটা কখনো নিজেকে ভাবি নাই আমি সবসময় আশেপাশে ছিলাম, ইনশাল্লাহ জাস্ট সময়ের ব্যাপার।’