
নিজস্ব প্রতিবেদক : ‘জাতীয় গম্ভীরা উৎসব-২০১৬’র শেষ দিন শনিবার অংশ নিচ্ছে পাঁচটি গম্ভীরা দল।
শনিবার উৎসবের দ্বিতীয় দিন বিকেল ৪টায় শুরু হয়ে রাত ১০টায় পর্দা নামবে। গতকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুরু হয়েছে এই উৎসব।
আজ অংশগ্রহণকারী দলগুলো হলো- কল্লোল-সুমনের আদি গম্ভীরা দল, শাহজামাল-মনিরের রসকস গম্ভীরা দল, শিশ মোহাম্মদ-সিতেশের চাঁপাই নকশী গম্ভীরা দল, ইসমত-সাবিনার প্রভাতী গম্ভীরা দল ও জাহাঙ্গীর-আজিমের পরিবেশনায় প্রয়াস ফোক থিয়েটার।
দেশীয় বিনোদন ও সচেতনতার অনুষঙ্গ ঐতিহ্যবাহী গম্ভীরা বহুকাল ধরেই গ্রাম-বাংলার মানুষের বিনোদনের খোরাক জুগিয়ে আসছে। প্রথমবারের মতো জাতীয়ভাবে লোকসংস্কৃতির আকর্ষণীয় অনুষঙ্গ নানা-নাতির গম্ভীরার উৎসব আয়োজন করা হয়েছে রাজধানীতে।
শুক্রবার বিকেল থেকেই উৎসবের রঙে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা। ছড়া, কবিতা, গান ও অভিনয়ের মাধ্যমে প্রতিটি গম্ভীরা দল মাতিয়ে রাখেন দর্শকদের। আজ শেষ হবে দেশীয় সংস্কৃতির এ উৎসবটি। জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘দিয়াড়’ আয়োজন করেছে এ উৎসবের।
আজ শেষ দিনের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উৎসবের আয়োজক সংগঠন দিয়াড়ের আহ্বায়ক আনোয়ার হক জানান, দুই দিনব্যাপী আয়োজনটিতে দর্শকরা উপভোগ করতে পারবেন গ্রামীণ আবহ।
তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি সুরক্ষা, বিকাশ, প্রচার-প্রসার, গবেষণা ও উৎসবের মাধ্যমে উদযাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা দিয়াড়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মোট ১০টি গম্ভীরা দল অংশ নিচ্ছে।