বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। প্রেমের গল্প নিয়ে তিনি বেশি সিনেমা নির্মাণ করে থাকেন। এবার তিনি নির্মাণ করেছেন ‘প্রেমী ও প্রেমী’ শিরোনামের সিনেমা। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।
শুটিং শেষ করে সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন। খুব শিগগিরই এটি সেন্সরে বোর্ডে প্রদর্শিত হবে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।
এতে শুভ-ফারিয়ার সঙ্গে একটি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। সিনেমাটি চলতি মাসে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে। ইতোমধ্যে এ সিনেমার কয়েকটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানগুলো বেশ সাড়া ফেলেছে।
এদিকে ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’গত বছর মুক্তি পায়। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা’সহ মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাগুলো ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করে।