মোঃ শাহীন, জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহনে জমজমাট বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যকি স্তরের ৬৬ টি স্কুল, কলেজ, মাদরাসার ১২৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিতর্ক অনুষ্ঠান স ালনা করেন, ভোলার জীবন-পুরাণ আবৃতি সংসদের সভাপতি মশিউর রহমান পিংকু।
উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদদূসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
প্রতিযোগীতায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় সহ ১৫ জন বিতার্কিকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।