নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৮ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট থাকবে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
তিনি বলেন, ‘বর্তমানে ক্র্যাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে ইতোমধ্যে সেশনজট অনেকটা কমে গেছে।’
রোববার ঢাকা কমার্স কলেজে সেরা বেসরকারি কলেজ উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০১৫ সালে জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হওয়ায় রোববার ঢাকা কমার্স কলেজের কাজী ফারুকী অডিটোরিয়ামে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
হারুন-অর-রশিদ বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আবারো র্যাংকিং কার্যক্রম শুরু করা হবে। ঢাকা কমার্স কলেজের অর্জন গৌরবময়। শীর্ষস্থান অধিকারী কলেজগুলোকে আমরা সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘২০১৫ সালে আমাদের র্যাংকিং কার্যক্রমে সাড়ে ৪ শত কলেজ অংশগ্রহণ করে। বেসরকারি পর্যায়ে ঢাকা কমার্স কালেজ প্রথম স্থান অধিকার করেন। আর সরকারি-বেসরকারি পর্যায়ে তারা চতুর্থ স্থানে রয়েছে। যেখানে দেশের অনেক নামিদামি কলেজ এ স্থানে পৌঁছাতে পারেনি।’ এ সাফল্যে ধরে রাখতে তিনি কলেজের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা অধ্যাপক কাজী মো. নুরুল ইসলাম ফারুকী, উপাধ্যক্ষ মো. আবু সাইদ, মো. শফিকুল ইসলাম। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।