অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিবস ১০ ডিসেম্বর (শনিবার)।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ষষ্ঠবারের মতো এ দিবস পালন করলেও এবার প্রথমবারের মতো মূসক দিবস পালিত হবে।
এর আগে প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস পালিত হতো। করদাতাদের সচেতনতা বৃদ্ধি, কর প্রদানে উদ্বুদ্ধকরণ ও কর্মকর্তাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজধানীসহ দেশে দিবসটি একযোগে পালিত হবে।
অন্যদিকে ৯ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি থাকবে।
এবারের মূসক বা ভ্যাট দিবসের স্লোগান হচ্ছে- ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন, ভ্যাট দেবো শপথ পাকা, ঘুরবে জোরে দেশের চাকা।’
বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বাণী দিবেন। রাজধানীসহ দেশে মূসক র্যালি, মতবিনিময় সভা, মোবাইলে এসএমএস, স্টিকার, ব্যানার, ভবন সুসজ্জিতকরণের ব্যবস্থা, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এনবিআর।
আগামী শুক্রবার সকাল ৯টায় এনবিআরের প্রধান কার্যালয়ে থেকে র্যালির মধ্যদিয়ে মূসক দিবসের উদ্বোধন করবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
১১ ডিসেম্বর রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নির্মাণাধীন ভবনে রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
এদিন ২০১৪-১৫ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাটদাতাদের হাতে সম্মাননা তুলে দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এবং এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সেমিনারে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হবে।
মূসক দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে এনবিআর ২০১১-১২ অর্থবছর থেকে জাতীয় ও জেলা পর্যায়ে তিন ক্যাটাগরিতে এ সম্মাননা দিয়ে আসছেন।