জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন সংসদ সদস্য, প্রাক্তন প্রাদেশিক পরিষদ সদস্য এবং চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট নায়ক রাজ রাজ্জাকসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

যাদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়েছে তারা হলেন প্রাক্তন সংসদ সদস্য মো. ইসহাক মিঞা, খান টিপু সুলতান, অধ্যক্ষ এস, এম, আবু সাঈদ, হাজী মো. মোজাম্মেল হক, ডা. মো. ছানাউল্লা, মো. বদরুদ্দোজা, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও সংসদ সদস্য ডা. মো. সাদত আলী সিকদার, প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্য হারুনার রশিদ খান মুন্নু ও সংসদ সচিবালয় কর্মচারী মো. মনিরুজ্জামান সরদার।

এছাড়া বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট নায়ক রাজ রাজ্জাক, প্রাক্তন সচিব ড. মাহবুবুর রহমান, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মো. ফজলুর রহমান; সঙ্গীতজ্ঞ, নজরুল গবেষক ও স্বরলিপিকার সুধীন দাশ, মুক্তিযোদ্ধা শহীদুল হক, বিশিষ্ট সঙ্গীত গবেষক ড. করুণাময় গোস্বামী, বরেণ্য সঙ্গীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও একাত্তরের কণ্ঠযোদ্ধা সুব্রত সেনগুপ্ত, ভাষা সৈনিক আব্দুর রশিদ ফকির, ভাষা সৈনিক ফজলুর রহমান ভূইয়া, ভাষা সংগ্রামী মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কেএমএ হাই, প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুল ইসলাম এবং অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর মৃত্যুতে সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডনে সন্ত্রাসী হামলা ও ২৪ তলা ভবনে আগুনে নিহত, ইরানের পার্লামেন্ট ও খোমেনির সমাধিতে সন্ত্রাসী হামলা এবং দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণেও সংসদে শোক প্রকাশ করা হয়।

শোক প্রস্তাবে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পরে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের সংসদ সদস্য এ কে এম এ আওয়াল (সাইদুর রহমান)।