ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে প্যারিস সেইন্ট জার্মেইকে পেয়েছিল বার্সেলোনা। প্রথম লেগে পিএসজির মাঠে তারা হেরেছিল ৪-০ গোলে। ফিরতি লেগে ন্যু ক্যাম্পে অসম্ভবকে সম্ভব করে বার্সা। পিএসজিকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় মেসি-নেইমার-সুয়ারেজরা।
কোয়ার্টার ফাইনালে বার্সা তাদের প্রতিপক্ষ হিসেবে পায় ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব জুভেন্টাসকে। এবারও বার্সেলোনার প্রথম লেগটি ভালো হয়নি। কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের মাঠে ৩-০ ব্যবধানে হেরেছে কাতালানরা। সেমিফাইনালে যেতে হলে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আরো একটি অসাধারণ প্রত্যাবর্তন দরকার বার্সার। আরো একটি অসম্ভবকে সম্ভব করতে হবে মেসি-নেইমারদের। তবে সেটি করতে প্রস্তুত ন্যু ক্যাম্প। প্রস্তুত বার্সা শিবির।
পিএসজির বিপক্ষের ম্যাচের মতো আরো একটি প্রত্যাবর্তনের প্রত্যাশায় পৃথিবী নানান প্রান্তে থাকা বার্সার কোটি কোটি ভক্ত-সমর্থকরা। পারবে কী বার্সা আবারো সমর্থকদের আনন্দ-অশ্রুতে ভাসাতে? সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল গভীর রাত পর্যন্ত।