জানুন কোনও মাসে আপনার বা আপনার সাথীর জন্মদিন

কুষ্ঠি বিচারে আপনি লিও। কিন্তু নিউমোরলজি বলছে আপনি অ্যাকোরিয়াস! এদিকে সোশ্যাল মিডিয়ায় পড়েছে হিড়িক রাশিফলের বিচারে জেনে নিন আপনি কেমন? কোন রাশির জন্য কোনও রাশির সাথী যোগ্য? এদিকে আপনি ঘেঁটে পুরো ‘ঘ’। কি করবেন কিছুই বুঝতে পারছেন না!!!!! তাহলে বলি কোনও রাশি শাস্ত্র এর পিছনে আপনাকে আর ছুটতে হবে না। শুধু জানুন কোনও মাসে আপনার বা আপনার সাথীর জন্মদিন। ব্যাস মিলিয়ে ফেলুন সব…….

বিশ্বজুড়ে অনেক মানুষের জন্মমাস বিচার করে একটা স্যাম্পল বানানো হয়েছে। একটি ইংরেজ কোম্পানি এমন সমীক্ষার ফল প্রকাশ করেছে। সেই হিসেবেই বলি ইংরেজির কোন মাসে জন্ম হলে, মানুষ কেমন হন।
জানুয়ারি মাসে জন্ম হলে – আপনাকে সবাই চায়।

ফেব্রুয়ারি মাসে জন্ম হলে – আপনি বেশ সুন্দর চরিত্রের মানুষ।

মার্চ মাসে জন্ম হলে – আপনি বিশ্বাসযোগ্য এবং ভরসা-যোগ্য মানুষ।

এপ্রিল মাসে জন্ম হলে – আপনার জীবনে খেলোয়াড় হওয়ার সম্ভাবনা থাকে। আপনি স্পোর্টিং।

মে মাসে জন্ম হলে – আপনার যৌন আবেদন মানুষকে আকৃষ্ট করে।

জুন মাসে জন্ম হলে – আপনার প্রতারক হওয়ার সম্ভাবনাই বেশি।

জুলাই মাসে জন্ম হলে – আপনি সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারেন।

আগস্ট মাসে জন্ম হলে – আপনি খুব ঝলমলে প্রকৃতির মানুষ।

সেপ্টেম্বর মাসে জন্ম হলে – আপনি জিনিয়াস হয়ে উঠতে পারেন।

অক্টোবর মাসে জন্ম হলে – আপনার দ্বৈতসত্বা আছে। একদিকে খুব ভালো আবার অন্যদিকে খুব খারাপ।

নভেম্বর মাসে জন্ম হলে – আপনি মানুষের বেশ প্রিয়।

আর ডিসেম্বর মাসে জন্ম হলে – আপনি খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব।