জানেন কি বিদেশে যাওয়ার আগে কয়েকটি ভ্যাকসিন আছে

বিদেশে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু জানেন কি বিদেশে যাওয়ার আগে কয়েকটি ভ্যাকসিন আছে, তা নিয়ে নেওয়া ভাল। এতে আপনার শরীর অনেকটাই ভাল থাকবে অন্য দেশে গিয়ে। অন্য দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে সেই সব ভ্যাকসিন। জেনে নিন কোন কোন ভ্যাকসিন নিয়ে নিতে হবে বিদেশে যাওয়ার আগে।

টিটেনাস- আমরা জানি টিটেনাস একটা ইনফেকশন যা এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়াল টক্সিন থেকে হয়। এই ব্যাকটেরিয়া শরীরে ঢোকে খোলা ক্ষতের মধ্যে দিয়ে। শরীরে ঢোকার পর এই ব্যাকটেরিয়া বহু গুণ বেড়ে যায় এবং টক্সিন তৈরি করে যা নার্ভ কন্ট্রোলিং মাসলকে প্রভাবিত করে। টিটেনাসের জন্য অবশ্যই ভ্যাকসিন নেবেন।

ডিপথেরিয়া- কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যখন হাঁচি-কাশির মাধ্যমে শরীরে ঢোকে, তখন ডিপথেরিয়া হয়। এই জীবানু শরীরে ঢুকে গলায় গিয়ে আশ্রয় নেয় এবং টক্সিন তৈরি করে রক্তের মধ্যে মিশিয়ে দেয়। এই রোগ থেকে মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে। তাই ডিপথেরিয়া আটকানোর জন্য ভ্যাকসিন নেবেন।

হেপাটাইটিস বি- ‘হেপাটাইটিস বি’ এর হাত থেকে রক্ষা পেতে অবশ্যই বিদেশে যাওয়ার আগে এই টীকা নিয়ে নেবেন। ক্রনিক ইনফেকশন রুখতে এই ভ্যাকসিন নেওয়া জরুরি।

মিজেল্‌স- এটা এক ধরনের ছোঁয়াচে ভাইরাল ইনফেকশন যা সাধারণত শ্বাসতন্ত্র থেকে শুরু হয়। এই রোগের ফলে ফুসফুস এবং কানের ব্যথা হয়। তাই চেষ্টা করুন এই রোগ আটকানোর টীকা নিয়ে রাখার।

প্রধান সম্পাদকঃ বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী
সম্পাদকঃ রেজাউর রহমান চৌধুরী
বার্তা-বাণিজ্যিক ও দাপ্তরিক কার্যালয়ঃ ২৬৮/১ কোটবাড়ী ব্রিজ সংলগ্ন ২য় ও ৩য় তলা আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা -১২৩০
মোবাইলঃ ০১৫৫৪২৩২১০৫, ০১৮১১৩১১৭৩৯, ০১৭১৯৬৮১৬৯১
ইমেইলঃ cpbdnews@gmail.com
ওয়েবসাইটঃ www.crimepatrolbd.com, ফেসবুকঃ crimepatrolbdofficial, ইউটিউবঃcrimepatrolbd

সিপি.বিডি মিডিয়া লিমিটেড এর পক্ষে বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী কর্তৃক এ. আর. টাওয়ার, রোড #০১, সেক্টর#১২, উত্তরা, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত বিএস প্রিন্টিং প্রেস(মামুন ম্যানসন গ্রাউন্ড ফ্লোর) ৫২/২,টয়েনবি সার্কুলার রোড হইতে মুদ্রিত।