জাপানের নাগাসাকিতে এশিয়ার নেতৃত্বে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আজ বুধবার নাগাসাকি শহরের পিস পার্কে ১৯৪৫ সালে পারমাণবিক বোমায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় তিনি এশিয়ান দেশগুলোর নেতৃত্ব দেন।

বুধবার জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস উইং) মুহা. শিপলু জামান এ তথ্য জানিয়েছেন।

জাপান এ বছর ১৯৪৫ সালে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ৭২ বছর পূর্তি পালন করছে। নাগাসাকি শহরের মেয়র টমিহিশা টাইউয়ের উপস্থাপনায় এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, স্পিকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপদস্থ নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।