জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট : শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মহানগর পুলিশের জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছেন শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, জনপ্রিয় লেখক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান রোববার দুপুরে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। তবে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষ করেই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে বলেও জানান তিনি।

এদিকে হামলাকারীর (ফয়জুর রহমান) প্রাথমিক পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতে বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে র‌্যাব ও পুলিশ। এ সময় বাড়িটি তালাবদ্ধ ছিল। তবে বাড়িতে কাউকে না পেলেও পাশ্ববর্তী মামার বাড়ি থেকে তার মামা ফজলুর রহমানকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, ফয়জুর মাদ্রাসায় পড়ালেখা করেছেন। তিনি মঈন কম্পিউটার নামে একটি দোকানে কাজ করতো বলেও জানা গেছে।

প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি অনুষ্ঠানে জাফর ইকবালকে অজ্ঞাত এক ব্যক্তি ছুরিকাঘাত করে।