
জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ১৭ ই জানুয়ারি থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষ হবে ২৪ জানুয়ারি।
সোমবার জাবি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। আর অফিস বন্ধ থাকবে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ক্লাস ও অফিস বন্ধ থাকবে।