এম সুলতার আলম, জামালপুর প্রতিনিধি ঃ জামালপুর শহরে স্টেশন বাজারে গতকাল রবিবার দুপুরে অভিযান চালিয়ে তিন দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল ছালাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকাল দোকানের ট্রেড লাইন্সেস নবায়ন না করার অপরাধে মেসার্স কলি স্টোরের মালিককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল এবং নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে মেসার্স তাজুল স্টোর ও মেসার্স শামীম স্টোরের মালিককে একই দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।