জামালপুর সংবাদদাতা : জামালপুরে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার বামুনজী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার দিগপাইত গ্রামের মৃত ফজর আলীর ছেলে গোলাম মেস্তফা (২৮) এবং একই উপজেলার শাউনিয়া বাঁশচড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৫)। তারা পেশায় মুরগি ব্যবসায়ী।
আহতদের শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং দীপুকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহব্বত কবির জানান, শনিবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস জামালপুরের বামুনজী ব্রিজের কাছে চার পথচারীকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোস্তফা ও জহুরুল নিহত এবং শাহীন ও দীপু আহত হন। দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক পালিয়ে গেছে।