জামালপুর : জামালপুর থেকে আলবেরুনী সবুজ নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বামুনজি বিল থেকে তাকে আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিমুল ইসলান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামুনজি বিল এলাকায় অভিযান চালিয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য আলবেরুনী সবুজকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সদর উপজেলায় জেএমবির কার্যক্রম চালিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।