সিরাজগঞ্জ প্রতিনিধি : নাশকতা ও বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামায়াতের নেতাকর্মীরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক নজরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদের মধ্যে রয়েছেন- উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মেলকান হোসেন, সাধারণ সম্পাদক হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি লাল চাঁন শেখ, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি শিহাব হোসেন, জামায়াত কর্মী আব্বাস, আজম, জুবায়ের হোসেন, বেলাল হোসেন, হেলাল উদ্দিন প্রমুখ।