জাম্বিয়ায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আট জনের

আন্তর্জাতিক ডেস্ক : জাম্বিয়ায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আট জনের।

সোমবার জাম্বিয়ার রাজধানী লুসাকায় একটি গির্জার পক্ষ থেকে খেলার মাঠে খরায়কবলিত প্রায় ৩৫ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছিল। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যায় আট জন।

আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ খরায় দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা ভেঙে পড়েছে। জাম্বিয়ায় কয়েক লাখ মানুষ খাদ্য সংকটে রয়েছে।

জাম্বিয়া পুলিশ জানিয়েছে, লুসাকার অলিম্পিক ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টারের ফটক দিয়ে ঢোকার সময় হুড়োহুড়ি লেগে যায়। এ সময় পদপিষ্ট হয়ে আট জন নিহত ও ২৮ জন আহত হয়। ত্রাণ নিতে আসা অধিকাংশ ব্যক্তি লুসাকার বস্তিবাসী ছিলেন।

এ ঘটনার পর ত্রাণ বিতরণের কার্যক্রম বন্ধ রাখার জন্য গির্জা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে পুলিশ।