আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির কন্সটান্স শহরে একটি নৈশক্লাবে গোলাগুলির ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
জার্মান পুলিশ জানিয়েছে, রোববার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে নৈশক্লাবে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। তার গুলিতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারী ওই ব্যক্তি নিহত হন।
বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম এসডব্লিউআরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীকে ঠেকানোর চেষ্টা করায় তিনি দ্বাররক্ষীকে গুলি করেন।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘নৈশক্লাবের অতিথিরা বাইরে সরে যেতে বা নিজেদের লুকিয়ে রাখতে সক্ষম হন।’