জার্মানিতে মুসলমান ব্যক্তি ও মসজিদের ওপর কমপক্ষে ৯৫০টি হামলার ঘটনা ঘটেছে

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর জার্মানিতে মুসলমান ব্যক্তি ও মসজিদের ওপর কমপক্ষে ৯৫০টি হামলার ঘটনা ঘটেছে। শনিবার জার্মান সংবাদমাধ্যম নিউই অসনাব্রুয়েকনার জিটাং এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় আইনজীবীদের কাছে এসব হামলার তথ্য দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৩৩ জন আহত হয়েছে। এসব হামলার মধ্যে ৬০টি সরাসরি মসজিদে চালানো হয়েছে। এছাড়া মুসলমানদের কাছে অপবিত্র হিসেবে বিবেচিত শুকরের রক্তও মসজিদে ফেলার ঘটনা ঘটেছে।

এর আগের বছর কয়টি হামলা হয়েছে তার তুলনামুলক তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছে পত্রিকাটি। এর কারণ হিসেবে বলা হয়েছে, কেবল ২০১৭ সালে অভিবাসীদের ওপর হামলার জের ধরে মুসলমানদের ওপর হামলা শুরু হলে তার পরিপ্রেক্ষিতে সরকার এসব তথ্য সংরক্ষণ শুরু করে। হামলাকারীদের অধিকাংশই চরম ডানপন্থি দলের সদস্য।

জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমসের আইমান মাজিক জানিয়েছেন, মুসলমান ও মুসলমানদের স্থাপনার ওপর হামলার প্রকৃত সংখ্যা এরচেয়েও বেশি। কারণ কর্তৃপক্ষ বিশেষ করে মুসলিমবিরোধী ঘটনার নজরদারি এখনো পুরোপুরি শুরু করেনি এবং হামলার শিকার অনেক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগও করে না।