আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির একই শহরে পৃথক দুটি বোমা হামলা হয়েছে।
দেশটির ড্রেসডেন শহরে সোমবার রাতে একটি মসজিদ ও ড্রেসডেন কংগ্রেস সেন্টারে কয়েক মিনিটের ব্যবধানে হামলা হয়। স্যাক্সনি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্স অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ হামলায় হাতহতের কোনো ঘটনা ঘটেনি। শুধু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার রাত ১০টার ঠিক আগে প্রথম বিস্ফোরণটি হয় এবং দ্বিতীয়টি হয় ১০টা ১৯ মিনিটের দিকে। হাতে বানানো বোমা দিয়ে এ হামলা চালায় হয়।
পুলিশের ধারণা, দুটি হামলার সঙ্গে সম্পর্ক আছে। তবে সন্দেহভাজন কাউকে এখনো আটক করা যায়নি। জার্মানদের ঐক্য দিবসকে (দি ডে অব জার্মান ইউনিটি) সামনে রেখে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে মনে করছে প্রশাসন।