ক্রীড়া ডেস্ক : প্রথম লেগের পর ফিরতি লেগেও কালচারাল লিওনেসার জালে গোল উৎসব করল রিয়াল মাদ্রিদ। সেরা ৩২-এর দুই লেগেই বড় জয়ে সহজেই কোপা ডেল রের শেষ ষোলোতে উঠে গেল জিনেদিন জিদানের দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে মারিনো দিয়াজের হ্যাটট্রিকে তৃতীয় সারির দল লিওনেসাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। একটি গোল করে মূল দলে অভিষেক রাঙিয়েছেন জিদান-পুত্র এনজো জিদান।
এর আগে প্রথম লেগে লিওনেসাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ১৩-২ গোলে এগিয়ে থেকে কোপা ডেল রের শেষ ষোলোতে পৌঁছে গেল তারা। শনিবার এল ক্লাসিকোর আগে এমন দাপুটে জয় নিশ্চিতভাবেই রিয়ালের আত্মবিশ্বাস বাড়াবে।
এল ক্লাসিকোকে সামনে রেখে বেশিরভাগ অভিজ্ঞ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন জিদান। তারপরও তার দল ছিল দুর্দান্ত। ঘরের মাঠে ম্যাচের মিনিট পূর্ণ হতে না-হতেই রিয়ালকে এগিয়ে দেন দিয়াজ। গোলটি এসেছে ম্যাচের ৩০ সেকেন্ডে!
এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামেস রদ্রিগেজ। ৪২ মিনিটে দিয়াজ পূর্ণ করেন নিজের দ্বিতীয় গোল, স্কোরলাইন হয়ে যায় ৩-০। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে অতিথিদের হয়ে ব্যবধান কমান গঞ্জালেজ লুইস। তবে দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হজম করে বসে তারা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াজ। তাতে স্কোরলাইন হয়ে যায় ৪-১। ৮৭ মিনিটে গোল করেন অভিষিক্ত জিদান-পুত্র এনজো। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন লিওনেসার সিজার অরটেগো। তাতে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।