জাল ভিসা ও পাসপোর্ট চক্রের ৬ সদস্য আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানা এলাকার শনির আখড়া থেকে জাল ভিসা ও পাসপোর্ট তৈরি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকৃতরা হলেন- মো. সেলিম মিয়া (৫০), মো. মজিদ ভূট্টো (৫০), মানিক দাস (৭৩), মো. হুমায়ুন কবির (৪০), মো. নুরুল ইসলাম লাভলু, মো. আরিফ হোসেন (২৬)।

শুক্রবার সকালে শনির আখড়ায় এক অভিযান পরিচালনা তাদের আটক করা হয়। বিষয়টি রাইজিংবিডিকে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি অভিযানিক দল কদমতলী থানা এলাকার শনির আখড়ায় অভিযান চালিয়ে জাল ভিসা ও পাসপোর্ট তৈরির মূলহোতা সেলিম মিয়াকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্য সদস্যদের আটক করা হয়।

তিনি আরো বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে সেলিম জানিয়েছে জাল ভিসা ও পাসপোর্ট তৈরির কাজ করত। আটক অন্যরা এসব বিষয়ে সহযোগিতা করত।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মিজানুর রহমান।