জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

জাবি : দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ এবং ক্যাম্পাসে প্রাকৃতিক পরিবেশ ও প্রাণ-বৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অধ্যাপক নাসিম আক্তার হোসাইন বলেন, প্রশাসন গাছ কাটার মহড়ায় নেমেছে। সময় এসেছে এসব প্রতিরোধ করার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোকাম্মেল হোসেন ভূঁইয়া, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক অজিত কুমার মজুমদার, প্রাণিবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের মুখপাত্র রায়হান রাইন প্রমুখ।