জাহিদুল ইসলামের শ্বশুর-শাশুড়িকে আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মোহাম্মদ জাহিদুল ইসলামের শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে।

রোববার রাতে রাজধানীর শ্যামলীতে একটি বাসা থেকে তাদের আটক করে রূপনগর থানা-পুলিশ।

সোমবার সকালে মিরপুর জোনের পুলিশের উপকমিশনার (ডিসি) মাসুদ আহমেদ এ ব্যাপারে বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জাহিদের পরিবার কোথায় আছে মূলত তা নিশ্চিত হতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই মুহূর্তে তাদের নাম বলা সম্ভব নয়। পরে বিস্তারিত জানানো হবে।’

প্রসঙ্গত, রাজধানীর মিরপুরে রূপনগরের ৩৩ নম্বর সড়কে ৩৪ নম্বর বাড়িতে শুক্রবার রাতে পুলিশের অভিযানে জঙ্গি জাহিদুল ইসলাম নিহত হন। আহত হন রূপনগর থানার ওসিসহ তিন পুলিশ সদস্য।

প্রথমে অন্য পরিচয় পাওয়া গেলেও জাহিদের সঠিক নাম-পরিচয় শনিবার জানতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় রোববার রাতে রূপনগর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়।