জিকা ভাইরাসের আক্রমণে পুরুষদের স্পার্ম কাউন্ট কমতে পারে

জিকা ভাইরাসের আক্রমণে পুরুষদের স্পার্ম কাউন্ট কমতে পারে। বলছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি রোগমুক্ত হওয়ার কয়েক মাস পরে তৈরি হওয়া তাঁর সিমেনে ভাইরাস থেকে যেতে পারে। তবে ঠিক কী ভাবে তা শুক্রাশয়, শুক্রাণু উত্পাদনকারী টেস্টোস্টেরন হরমোনের কার্যকারিতায় প্রভাব ফেলে সে বিষেয় এখনও গবেষণা চলছে।

এই পরীক্ষার মুখ্য গবেষক মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক এরোল ফিকরিং জানান, গবেষণায় ব্যবহৃত ইঁদুরদের উপর জিকা ভাইরাসের সংক্রমণের পর দেখা গিয়েছে রক্ত থেকে ভাইরাস সম্পূর্ণ নির্মূল করে দেওয়ার পরও তাদের শুক্রাশয়ের কোষে দীর্ঘ দিন ধরে বাসা বেঁধে রয়েছে এই ভাইরাস। এমনকী, সংক্রমণ সেরে যাওয়ার ২১ দিন পরও তাঁদের শুক্রাশয় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।