জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৮৮ রান

ক্রীড়া ডেস্ক : বেঙ্গালুরু টেস্ট জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৮৮ রান। ভারতের মাটিতে তাদের বিপক্ষে সফরকারী দলের ১৮৮ বা এর বেশি রান তাড়া করে জয়ের নজির আছে চারটি।

৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২০ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত। সেখান থেকে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল।

পূজারা ৭৯ আর রাহানে ৪০ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ দিন শুরু করেছিলেন। এদিন রাহানে ফিফটি তুলে নিয়েছিলেন। কিন্তু এরপরই দৃশ্যপটে পরিবর্তন। ৪ উইকেটে ২৩৮ থেকে দ্রুতই ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৪৬! ৯ বল আর ৮ রানের মধ্যেই পড়ে ৪ উইকেট! একে একে ফেরেন রাহানে (৫২), করুন নায়ার (০), পূজারা (৯২), রবিচন্দ্রন অশ্বিন (৪)।

খানিক বাদে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন উমেশ যাদবও (১)। শেষ উইকেটে ঋদ্ধিমান সাহা ও ইশান্ত শর্মার মূল্যবান ১৬ রানের জুটিতে অস্ট্রেলিয়ার সামনে ১৮৮ রানের লক্ষ্য ছুড়ে দিতে পারে ভারত। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৪ রানে। ২০ রানে অপরাজিত ছিলেন ঋদ্ধিমান। ৬৭ রানে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ৭১.২ ওভারে ১৮৯

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২২.৪ ওভারে ২৭৬

ভারত দ্বিতীয় ইনিংস: ৯৭.১ ওভারে ২৭৪ (পূজারা ৯২, রাহানে ৫২, রাহুল ৫১; হ্যাজেলউড ৬/৬৭, ও’কিফ ২/৩৬, স্টার্ক ২/৭৪)।