
ক্রীড়া ডেস্ক : মেসিডোনিয়ার স্কোবজিতে মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে জিনেদিন জিদানের প্রশিক্ষিত রিয়াল মাদ্রিদ। এ শিরোপা জয়ের মধ্য দিয়ে রিয়ালের হয়ে ইতিহাস গড়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন জিদান।
রিয়ালে কোচিং ক্যারিয়ারের এখনও দুই বছরের বেশি হয়নি জিদানের। এ সময়ে অনেক গৌরবময় সাফল্য দিয়ে রেকর্ড বইতে জায়গা করে নিয়েছেন জিদান। এ পর্যন্ত রিয়ালের হয়ে ৬টি গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছেন তিনি। আর তাতেই রিয়াল মাদ্রিদ ইতিহাসে সবচেয়ে সফল কোচদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন জিদান।
লস ব্লাঙ্কোসদের মূল দলের দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি সুপার কাপ, একটি লা লিগা এবং একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন জিদান। ভিসেন্তে দেল বক্সের চেয়ে এক ধাপ পিছিয়ে আছেন তিনি। রিয়ালের হয়ে ৭টি শিরোপা জিতেছেন স্প্যানিশ কোচ দেল বস্ক।
আর দুটি শিরোপা জিতলেই লুইস মোলুনসকে ছুঁয়ে ফেলবেন ৪৫ বছর বয়সি জিদান। এ তালিকার শীর্ষে রয়েছেন মিগুয়েল মুনজ। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির হয়ে ১৪টি শিরোপা জেতেন তিনি। তবে রিয়ালের হয়ে জিদানের পথচলা কেবল শুরু। বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে রিয়ালের হয়ে বহুদূর যেতে পারবেন ফরাসি কিংবদন্তি এ ফুটবলার।