নিজস্ব প্রতিবেদক : এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত জিনাত জেরিনের জামিন নামঞ্জুর করেন। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
এর আগে গত শুক্রবার জিনাত জেরিনকে কারাগারে পাঠান আদালত। ওই দিন তার আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু মামলার মূল নথি না থাকায় আদালত জামিন শুনানির জন্য আজকের দিন (১২ মার্চ) ধার্য করেন ।
প্রসঙ্গত, গত ৯ মার্চ রাতে রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর এলাকার বাসা থেকে জিনাত জেরিনকে গ্রেপ্তার করা হয়। রওনক নামের এক ব্যক্তির করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জিনাত জেরিন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।