বিনোদন ডেস্ক : টলিউডে পূজায় মুক্তি পেতে যাছে জিৎ, সায়ন্তিকা ও শুভশ্রী অভিনীত ‘অভিমান’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘সাইয়া’। গানের দৃশ্যে জিৎ-এর সঙ্গে দেখা গেছে শুভশ্রীকে। সোনু নিগমের কণ্ঠে সাইয়া ইউটিউবে মুক্তি পেয়েছে প্রায় দিন পনেরো হলো। ইতিমধ্যেই গানটির ‘ভিউ’ পাঁচ লাখ ছাড়িয়ে গিয়েছে।
এবার মুক্তি পেয়েছে সিনেমাটির আরেকটি গান ‘মন বেচারা’। এই গানের দৃশ্যে জিৎ-এর সঙ্গে রয়েছেন সায়ন্তিকা। গানটির প্লেব্যাক করেছেন শান ও শ্বেতা পণ্ডিত। গানটির শুটিং হয়েছে ইতালির সমুদ্রসৈকতে। নতুন এই গানটি কতটা জনপ্রিয় হয় সেটাই এবার দেখার বিষয়।
জিৎ ও সায়ন্তিকা ব্যানার্জি জুটির প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এরপর এই জুটিকে আবার দেখা গেছে এ বছর ‘পাওয়ার’ সিনেমায়। চলতি বছর এই জুটির দ্বিতীয় ছবি ‘অভিমান’ মুক্তি পেতে যাচ্ছে। জানা গেছে, তেলেগু সিনেমা ‘আত্তারিন্তিকি দরেদি’র রিমেক এই সিনেমা।
দেখে নিন ‘মন বেচারা’ গানটি :
ভিডিও :