‘জিয়াকে গ্রেপ্তার করা গেলে জঙ্গি নির্মূল সহজ হবে’

নিজস্ব প্রতিবেদক : আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সমন্বয়ক ও সামরিক কমান্ডার সৈয়দ জিয়াউল হককে গ্রেপ্তার করা গেলে জঙ্গিবাদ নির্মূল করা অনেকাংশে সহজ হবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘সর্বশেষ রাজধানীর মোহাম্মদপুরে বন্দুকযুদ্ধে জঙ্গি নেতা নূরুল ইসলাম মারজান নিহত হওয়ার পর নব্য জেএমবি কোনঠাসা হয়ে পড়েছে। নারায়ণগঞ্জে তামিম চৌধুরী নিহত হওয়ার পর মারজানই সংগঠনকে সক্রিয় রেখেছিল। তবে মেজর জিয়া এদের থেকেও চতুর। তাকে গ্রেপ্তারে ব্যাপক নজরদারি এবং অভিযান অব্যাহত আছে। যেখানেই থাকুক জিয়াকে গ্রেপ্তার হতেই হবে।’

প্রশ্নের জবাবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রধান বলেন, ‘যতখানি তথ্য আছে তাতে ধারণা করা হচ্ছে জিয়া দেশেই অবস্থান করছে এবং বিভিন্ন সময় স্থান পরিবর্তন করছে। জিয়া যেন পালাতে না পারে সে জন্য ইতোমধ্যেই সব জায়গায় পুলিশকে সতর্ক করা হয়েছে।’

পুলিশ জানায়, জিয়া এবিটির অন্যতম সমন্বয়কারী। দাড়ি ফেলে দিলে তার চেহারা কেমন হতে পারে তেমন কিছু ছবি গোয়েন্দারা সঙ্গে রাখছেন। তাকে ধরিয়ে দিতে গত ২ আগস্ট ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।