
নিজস্ব প্রতিবেদক: চলতি বছর জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার আগে মার্চেই শেষ হবে কার্পেটিং। আর এ মাসেই শেষ হবে মুভমেন্ট জয়েন্টের কাজ।
বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজও চলছে দ্রুত গতিতে। মূল সেতুর অগ্রগতি হয়েছে সাড়ে ৯৬ শতাংশেরও বেশি।
জুন মাস যতই এগিয়েছে আসছে কাজের গতি বাড়ছে। আর মানুষের অপেক্ষার পালাও কমে আসছে। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পদ্মা সেতু এখন বাস্তবের দোরগোড়ায়। নিজস্ব অর্থায়নে এত বড় কর্মযজ্ঞের মাইলফলকও এটি।
যান চলাচলের জন্য দিনরাত তিন শিফটে ২৪ ঘণ্টাই মহা কর্মযজ্ঞের ব্যস্ততা। সমান তালে চলছে সেতুর কার্পেটিং ও মুভমেন্ট জয়েন্টের কাজ। কর্তৃপক্ষের আশা মার্চেই সম্পন্ন হবে কার্পেটিং। কাজের এমন অগ্রগতিতে খুশি পদ্মাপাড়ের মানুষ।
চার লেয়ার ওয়াটার প্রুফ এবং ৬০ ও ৪০ মিলিমিটার পুরুত্বে দুই লেয়ারে ১০০ মিলিমিটার পুরুত্বের কার্পেটিং চলছে এখন। ওয়াটার প্রুফ কাজের অগ্রগতি ২২ দশমিক ৭৬ ভাগ। মূল সেতুর কার্পেটিং ৬ দশমিক ৯০ শতাংশ এবং সংযোগ সেতুর কার্পেটিং অগ্রগতি ৫৬ দশমিক ২২ ভাগ।
এদিকে মূল সেতুর ৮টি জয়েন্টের ৬টি শেষ হয়েছে। মূল সেতুর মুভমেন্ট জয়েন্টের অগ্রগতি ৯৭ দশমিক ৫০। ভায়াডাক্ট মুভমেন্ট জয়েন্টের অগ্রগতি ৯৬ দশমিক ৬৬ ভাগ। চলতি মাসেই মুভমেন্ট জয়েন্টের কাজ শেষ হবে।
পুরো সেতু জুড়েই চলছে ঘষামাজাসহ নানা রকম অলংকারিক কাজ। নির্দিষ্ট সময়ে আগেই শেষ করতে পরিকল্পিতভাবে সব কাজ এগুচ্ছে বলে জানালেন প্রকল্প পরিচালক মো. সফিকুল ইসলাম।
মূল সেতুর অগ্রগতি এখন সাড়ে ৯৬ শতাংশের বেশি। দেশের দীর্ঘতম এই সেতুতে কাজ করছেন ২ হাজার বিদেশিসহ মোট ৫ হাজার কর্মী।