
নিজস্ব প্রতিবেদক : জেএসসি, জেডিসিতে বিদেশি কেন্দ্রেও কমেছে পাসের হার। ৯৩.২০ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, যা ২০১৬ সালে ছিল ৯৯.৫২ শতাংশ।
২০১৭ সালের দেশের বাইরে মোট ৯টি কেন্দ্রে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৯৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫৬২ জন। অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ জন।
পরিসংখ্যানে দেখা যায় বিগত বছরের তুলনায় অনেক দিক থেকেই পিছিয়ে গেছে এবারের ফলাফল। ২০১৬ সালে আটটি বিদেশি কেন্দ্র থেকে ৬২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬২৩ জন উত্তীর্ণ হয়েছিল।
এ বছর ৮৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিল ৮৪ জন।