নিজস্ব প্রতিবেদক : এখন থেকে কোনো স্কুল বা কলেজ কর্তৃপক্ষ নিজ জেলার বাইরে পিকনিক করতে যেতে চাইলে জেলা প্রশাসক অথবা শিক্ষা কর্মকর্তার অনুমতি নিতে হবে।
যশোরের চৌগাছায় পিকনিকের বাস দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
আহতদের দেখতে সোমবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যান শিক্ষামন্ত্রী।
এ সময় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মিজানুর রহমান ও মাধ্যামিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী আহত শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার দায়িত্বে নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী অভি ও রিপা আইসিইউতে, এক শিক্ষক সত্য কুমার নায়েক (৬০) এবং বাসচালক ইব্রাহিম (৩৫) নিউরোসার্জারিতে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আগের চেয়ে ভালো।
তিনি বলেন, আপনারা জানেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। এটা খুবই মর্মান্তিক ঘটনা।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি যশোরের চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিক করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হন।