খুলনা : জেলা পরিষদ নির্বাচনে খুলনার তিন চেয়ারম্যান প্রার্থীই আনারস প্রতীক চেয়েছেন। স্বাভাবিকভাবে কেউ ছাড় দিতে রাজি নন। বিকল্প কোনো প্রতীকের কথা উল্লেখ নেই মনোনয়নপত্রে।
সংরক্ষিত আসনের প্রার্থীদের পছন্দ হরিণ, দোয়াত কলম ও ফুটবল। সাধারণ ওয়ার্ডে প্রায় সব প্রার্থীরই পছন্দ তালা ও হাতি। সোমবার লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
জেলা নির্বাচন অফিসের সূত্র জানায়, চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, রূপসা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলী আকবর শেখ ও দলীয় পদবিহীন অজয় সরকার মনোনয়নপত্রে বিকল্প কোনো প্রতীকের নাম উল্লেখ করেননি।
সংরক্ষিত-১ আসনে জয়ন্তী সরদার দোয়াত কলম, সংরক্ষিত-৩নং আসনে তাহমিনা বেগম, আনোয়ারা মমতাজ ও আসমা বেগম হরিণ প্রতীক, একই আসনের শাহীদা ইসলাম নয়ন ও ফারহানা নাজনীন দোয়াত কলম, সংরক্ষিত-৪নং আসনে নাহার আক্তার, নাহার পারভীন ও হোসনেয়ারা বেগম ফুটবল প্রতীক ও সংরক্ষিত আসন- ৫ নম্বরে হালিমা ইসলাম, আমেনা নাজনীন ডলি ও জেসমিন পারভীন জলি হরিণ প্রতীক চেয়েছেন। তারা বিকল্প কোনো প্রতীকের নাম উল্লেখ করেননি। সাধারণ ওয়ার্ডে অধিকাংশ প্রার্থীর পছন্দের প্রতীক তালা ও হাতি।