
মহিনুল ইসলাম সুজন,জেলা নীলফামারী প্রতিনিধিঃ-আসন্ন ২৮শে ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নীলফামারীতে চেয়ারম্যান পদে দুইজনসহ মোট ৯৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার(১লা ডিসেম্বর)দিনব্যাপী জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন ও জেলা প্রশাসক জাকীর হোসেনের কাছে প্রার্থীরা তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র দাখিল করেন ।
আজ শুক্রবার নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা,জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান, নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক এবং জেলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ দুইজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এছাড়াও- ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৭৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৮ জন মনোনয়ন পত্র জমা দেন।
এর মধ্যে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৭ জন, ২নং ওয়ার্ডে ৮ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৫জন, ৫নং ওয়ার্ডে ৬জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৭ জন, ৯নং ওয়ার্ডে ৫ জন, ১০নং ওয়ার্ডে ৩ জন, ১১নং ওয়ার্ডে ৬ জন, ১২নং ওয়ার্ডে ৫ জন, ১৩নং ওয়ার্ডে ৪ জন, ১৪নং ওয়ার্ডে ৪ জন ও ১৫নং ওয়ার্ডে ৭জন প্রতিদ্বন্দ্বীতার জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আর সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ২ জন এবং ৫নং ওয়ার্ডে ৭জন প্রার্থী তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলেও জানান তিনি।