জেলা প্রশাসকগণ সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধ রচনা করে

রেজাউর রহমান চৌধুরী,ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, জেলা প্রশাসকগণ সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধ রচনা করে, তাই সময়ের পরিবর্তিত চাহিদানুসারে জন আকাংখা, কল্যাণ ও সরকারের নির্দেশনার আলোকে সৃজনশীল চিন্তা, সততা এবং দক্ষতার সাথে মাঠ পর্যায়ে প্রশাসন পরিচালনা করতে হবে যাতে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারে ডোমেস্টিক ট্যুরিজমকে প্রমোট করতে হবে। প্রত্যেক জেলার একটি বিশেষ বৈশিষ্ট, পরিচিতি ও সম্ভাবনা রয়েছে একে ব্র্যান্ডিং করে দেশি-বিদেশী পর্যটকদের আগ্রহী করতে হবে যাতে করে তারা সেখানে ভ্রমণ করতে যায়। ডোমেস্টিক ট্যুরিজম বিকশিত হলে বিদেশী পর্যটক আকর্ষণের ভিত সৃষ্টি হবে।

তিনি আজ সকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, খাদ্য সচিব মোহাম্মদ কায়কোবাদ হোসেন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান প্রমুখ।