জোড়া গোলে শিরোপা ম্যানইউর

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন জালাতন ইব্রাহিমোভিচ। রেড ডেভিলসদের প্রায় সব ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন তিনি। গতকাল রাতে ইব্রার জোড়া গোলে সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে হোসে মরিনহোর দলটি।

রোববার রাতে ইব্রার জোড়া গোলের সঙ্গে ম্যানইউর হয়ে অপর গোলটি করেন হেসে লিংগার্ড। অন্যদিকে সাউদাম্পটনের হয়ে মানোলো গাব্বিয়াদিনি জোড়া গোল পেলেও দলের হার এড়ানো সম্ভব হয়নি।

লিগ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হয় ম্যানইউ ও সাউদাম্পটন। ম্যাচের ১৯ মিনিটেই লিড নেয় রেড ডেভিলসরা। দুর্দান্ত ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন ইব্রা। এরপর ৩৮ মিনিটে মার্কোস রোহোর অ্যাসিস্টে লিড দ্বিগুণ করেন লিংগার্ড। তবে বিপক্ষে ফুটবলার গাব্বিয়াদিনি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল পরিশোধ করলে ২-১ ব্যবধানে বিরতিতে যায় হোসে মরিনহোর শিষ্যরা।

বিশ্রাম শেষে ম্যাচের ৪৮ মিনিটে সমতায় ফেরে সাউদাম্পটন। গোল করে ইতালিয়ান তারকা গাব্বিয়াদিনিই। দলকে সমতা রাখার পাশাপাশি নিজের জোড়া গোলও পূর্ণ করেন তিনি। ২-২ ব্যবধানে ম্যাচটি যখন সমতায় শেষ হচ্ছিল, ঠিক তখনই নায়ক হিসেবে আবারও আলো ছড়ান ইব্রা। আন্দ্রে হেরেরার পাসে অসাধারণ এক গোল করে ম্যাচের ৮৭ মিনিটে ফের লিড নেন তিনি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয়ে শিরোপা ঘরে তুলে রেড ডেভিলসরা।