জড়িয়ে ধরতে হবে শুনে কেঁদে ছিলেন ভাগ্যশ্রী

‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার অভিনয় করে বলিউডে পা রাখেন অভিনেত্রী ভাগ্যশ্রী। সিনেমাটিতে সালমানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন এ নায়িকা। সালমানকে জড়িয়ে ধরার দৃশ্যের কথা শুনেই কেঁদে দিয়েছিলেন নায়িকা।

কারন শুরুর দিকে এসব বিষয় নিয়ে খুব জড়তা ছিল নায়িকার। তিনি বলেন, প্রায় আধ ঘণ্টা কান্না করেছিলাম তারপরেও ফেলতে পারিনি নিজের প্রথম নায়কের অনুরোধ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে একথা জানান ভাগ্যশ্রী। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার স্মৃতিচারণ করে তিনি বলেন, তখন মাত্র ১৮ বছর বয়সী ছিলাম। কিছুদিন পরই আমার বিয়ে হওয়ার কথা ছিল। তখনও কোনো পুরুষকে জড়িয়ে ধরিনি সে কারণেই ভয় পাচ্ছিলাম।

তিনি আরও জানান, কান্না শুরুর পর তাকে বোঝাতে শুরু করেন পরিচালক। কিন্তু কোনোভাবেই বোঝাতে পারছিলেন না। পরে এগিয়ে আসেন সালমান খান এবং অনুরোধ করেন ভাগ্যশ্রীকে। কান্না জড়িত চোখে আর ফেরাতে পারেননি সালমান খানকে। রাজি হয়ে যান ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করতে।

শুধু জড়িয়ে ধরার দৃশ্যই না। চুমুর দৃশ্যের আপত্তি ছিল ভাগ্যশ্রীর। কারণ, ওই একটাই, সামনে বিয়ে। কোনোভাবেই চুমুর দৃশ্যে রাজি হচ্ছিলেন না ভাগ্যশ্রী। পরে গ্লাস ব্যবহার করে ওই দৃশ্যধারণ করা হয়েছিল। যা পর্দায় ধরতেই পারেনি দর্শক।

স্মৃতিচারণ করে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ভাগ্যশ্রী। জানান, তিনি তখন ছোট ছিলেন কিন্তু তার সরলতার সুযোগ কেউ নেওয়ার চিন্তা করেনি। বরং তাকে সহযোগিতা করেছেন।