জয়পুরহাটের চেয়ারম্যান হত্যাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের ভাদশাহ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যা‌ন আবুল কালাম আজাদ হত্যাকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. মুন্না পারভেজ।

বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে তুরাগ এলাকায় অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। সে আবুল কালাম আজাদের মূল হত্যাকারী। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে ‘

তিনি বলেন, ‘মুন্নার বিরুদ্ধে স্থানীয়দের অনেক অভিযোগ আছে। তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও রয়েছে।’