জেলা প্রতিবেদকঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকা থেকে মেহেদী হাসান (২৫) নামে পুলিশের এক ভুয়া সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে তাকে আটক করা হয়। মেহেদী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজারের সিদ্দিকুর রহমানের ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, নওগাঁ থেকে নীলফামারীর উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে করে ধান কাটতে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে তিলকপুর এলাকায় পিকআপটি আটকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন মেহেদী। এসময় বিষয়টি সন্দেহ হলে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লেখা স্টিকার লাগানো একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার নামে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।