জয়ের আনন্দে এবার প্রাইভেট জেটে নাচতে রোনালদোর (ভিডিও)

ক্রীড়া ডেস্ক : টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর উচ্ছ্বাস কমছে না রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের। শিরোপা জয়ের আনন্দে এবার প্রাইভেট জেটে নাচতে দেখা গেছে রিয়াল মাদ্রিদ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে।

শনিবার জুভেন্টাসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল। দলটির বড় জয়ে জোড়া গোল করেন রিয়াল প্রাণভোমরা রোনালদো। মৌসুমের শেষ সময়ে দলকে মর্যাদার এ শিরোপা জেতানোর পর এখন উদযাপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন পর্তুগিজ অধিনায়ক।

সোমবার রাতে প্রাইভেট জেটে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সামনে নাচতে দেখা যায় রোনালদোকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ওই নাচের একটি ভিডিও আপলোড করেন ৩২ বছর বয়সি এ তারকা।

নতুন হেয়ারকাট নিয়ে নাচতে দেখা যায় রোনালদোকে। নিজের এই হেয়ারকাট নিয়ে রিয়াল মাদ্রিদ টিভিকে তিনি বলেন, ‘এটা একটি প্রতিজ্ঞা ছিল। চ্যাম্পিয়নস লিগ জিতলে এবং গোল করতে পারলে আমি এমনটা করবো বলে আগেই জানিয়েছিলাম। চুল ছোট করে আমি কথা রেখেছি। দলের জন্য আমি সর্বদাই সেরাটা করার চেষ্টা করি।’

https://youtu.be/L2ifjT6pccg