জয়ের আশা জিয়েই রাখলো লিভারপুল

ক্রীড়া ডেস্ক : ভিকারেজ রোড স্টেডিয়ামে এমেরি কানের দেওয়া দুর্দান্ত একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে হারিয়েছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণাত্মক খেলতে থাকে সফরকারী লিভারপুল। তবে ম্যাচের ১৩ মিনিটে বড় ধাক্কা খায় সফরকারী দলটি। ইনজুরিতে মাঠের বাইরে চলে যান কৌতিনহো।

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার শিরোপা জয়ের আশা এক প্রকার ছেড়েই দিয়েছে লিভারপুল। তবে দুর্দান্ত লড়াইয়ে পয়েন্ট টেবিলে শেষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন দেখছে অলরেডসরা। লিগে গতকাল ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লুপের দলটি।

বিশ্রামে যাওয়ার ঠিক আগে দলে লিড এনে দেন কান। লুকাস লেইভারের উঁচু করে বাড়ানো বল বাইসাইকেল কিকে জালে পাঠান জার্মান এই মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

ওয়াটফোর্ডের বিপক্ষে এ জয়ের ফলে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৮১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চেলসি।