জয় এনে দিলেন আয়ার

ক্রীড়া ডেস্ক : গুজরাট লায়ন্স ও দিল্লি ডেয়ারডেভিলস। দুটি দলেরই আইপিএলের দশম আসরের প্লে-অফ খেলার সম্ভাবনা শেষ। তাই বলে তো আর হেলায় ছেড়ে দেওয়া যায় না ম্যাচ। তেমন কিছু হয়নি অবশ্য। বুধবার রাতে দিল্লির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে।

আর দিল্লি সেই রান ২ বল ও ২ উইকেট হাতে রেখে তুলে নেয়। এতো বড় রান তাড়া করে জেতা সম্ভব হয়েছে দিল্লির ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারের কারণে। ২২ বছর বয়সী এই তারকা চার নম্বরে ব্যাট করতে নেমে ৯৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। এই রান তিনি করেন ৫৭ বলে ১৫টি চার ও ২টি ছক্কায়।

বুধবার মূলত একই নাটকের পুনর্মঞ্চায়ন হয়েছে। প্রথম দেখায় দিল্লিকে ২০৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল গুজরাট লায়ন্স। সেবার রিশাব প্যান্ট ৯৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। প্যান্ট সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থেকে আউট হয়েছিলেন। আর বুধবার রাতে আয়ার সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থেকে সাজঘরে ফেরেন। তারা আউট হলেও দলকে জেতানোর যে ভিত গড়ে দিয়ে গেছেন তাতে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি দিল্লিকে।

আয়ারের ৯৬ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন করুন নায়ার। ২৪ রান করেন প্যাট কামিন্স। বল হাতে গুজরাটের জেমস ফকনার ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ধাওয়াল কুলকারনি, প্রদীপ ও বাসিল থাম্পি। রান আউটে কাটা পড়েন দিল্লির আরো ৩ ব্যাটসম্যান। ম্যাচসেরা নির্বাচিত হন শ্রেয়াস আয়ার।

তার আগে কানপুরের গ্রীন পার্কে গুজরাটের শুরুটা ভালো হয়নি। পরবর্তীতে ইশান কিষানের ৩৪, দিনেশ কার্তিকের ৪০ ও অ্যারোন ফিঞ্চের ৬৯ রানে ভর করে ১৯৫ রানের বড় সংগ্রহ পায়। ফিঞ্চ ৩৯ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৬৯ রান করেন। কার্তিক ২৮ বলে করেন ৪০ রান। তার এই ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কার মার ছিল। ২৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন ইশান কিষান।

বল হাতে দিল্লির চারজন বোলার চারটি উইকেট নেন। তারা হলেন মোহাম্মদ সামি, প্যাট কামিন্স, অমিত মিশ্রা ও ক্রেইগ বার্থওয়েট।

১৩ ম্যাচ থেকে গুজরাট লায়ন্সের সংগ্রহ ৮ পয়েন্ট। ১২ ম্যাচ থেকে দিল্লির সংগ্রহও ১০ পয়েন্ট।