ক্রীড়া প্রতিবেদক : আগেন দিন রোল বল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বাংলাদেশ নারী দলের খেলা ছিল না। বাংলাদেশ পুরুষ দল কাল হংকংকে আর আজ ভুটানকে হারিয়ে দ্বিতীয় পর্বে টিকিট পেয়েছে। পুরুষদের জয়ে উৎসাহী হয়ে উঠেছে নারী দলও।
আজ নিজেদের প্রথম ম্যাচে মিরপুর ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৮-২ গোলের ব্যবধানে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। রোল বল বিশ্বকাপের ইতিহাসে নারীদের লেভেলে নেপালের বিপক্ষে এক ম্যাচে ৫ গোল করে রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক হিয়া।
ম্যাচের তৃতীয় মিনিটেই অধিনায়ক হিয়া নেপালের বিপক্ষে গোল আদায় করে দলকে এগিয়ে নেন। কিন্তু পরের মিনিটেই নেপালের লিজা সমতায় ফেরান দলকে (১-১)। ম্যাচের ১১ মিনিটে বাংলাদেশের রাইসা ২-১ ব্যবধান গড়ে দিলেন। এরপর প্রথমার্ধ শেষ হবার আগে সাথী স্কোর নিয়ে গেলেন ৩-১। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আধিপত্ত বিস্তার করে নেপালের ডি বক্সে। নওশিন গোল দিলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
অধিনায়ক এরপর টানা দুই গোল একাই করলে ব্যবধানে ৬-১-এ চলে যায়। নেপালের লিজা নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল আদায় করলে স্কোর দাঁড়ায় ৬-২, কিন্তু এরপর আবারও বাংলাদেশের অধিনায়ক হিয়া টানা দুই গোল করলে ৮-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। কাল বিকেল ৩টা ১৫ মিনিটে মিরপুর ইনডোরে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে ফিলিপাইনের বিপক্ষে।
ভেন্যু নম্বর ২ হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুরে আর্জেন্টিনা পুরুষ দল ৩-১ ব্যবধানে হারিয়েছে তানজেনিয়াকে, ইংল্যান্ড পুরুষ দল ০-১১ গোলে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে। ভুটান ৭-১ গোলে হারিয়েছে হংকংকে, সেনেগাল-শ্রীলঙ্কা ২-২ গোলে ড্র, ডেনমার্ক ওয়াকওভার পায় ফিলিপাইনের বিপক্ষে ও ফ্রান্স পুরুষ দল ২ গোলে হারিয়েছে বেনিনকে, মায়ানমার পুরুষ দল ১০-০ গোলে হারিয়েছে হংকংকের পুরুষ দলকে।
অপর দিকে নব-নির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং ক্রীড়া কমপ্লেক্স-এ মায়ানমার ১-০ গোলে হারিয়েছে ফিজির পুরুষ দলকে, অপর ম্যাচে নেদারল্যান্ড ২-৬ গোলে হেরেছে জাম্বিয়ার পুরষ দলের বিপক্ষে এবং মিরপুর ইনডোরে ভারতের নারী দলের বিপক্ষে ১৩-০ গোলের ব্যবধানে হেরেছে ইজিপি-এর নারী দল, জাম্বিয়ার বিপক্ষে শ্রীলঙ্কান দল ওয়াকওভার পেয়েছে, আইভরি কোষ্টের বিপক্ষে ৫-২ গোলে সিয়েরা লিওন হেরেছে।