জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক : জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যকেন্দ্র।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি সরদার সেলিম রেজা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নোবেল পুরস্কারের আদলে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড প্রবর্তন করতে হবে।

মানববন্ধনে সংগঠনটির অন্য বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্লোগান ছিল ‘জয় বাংলা’। এটা আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। কিন্তু স্বাধীনতার ৪৭ বছর পরেও এই স্লোগান জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পায়নি। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।

বঙ্গবন্ধু অ্যাওয়ার্ডের জন্য তহবিল সংগ্রহ করে প্রতি বছর সারা বিশ্ব থেকে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া যেতে পারে। এজন্য সাতটি দেশকে দায়িত্ব দেওয়া যায় বলেও উল্লেখ করেন বক্তারা। দেশ সাতটি হলো- ভারত, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য ও কানাডা ও অস্ট্রেলিয়া।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বাকশালের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাইয়ুম, আওয়ামী লীগ নেতা রাজু সিকদার প্রমুখ।