
ক্রীড়া ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য বার্সেলোনার যুক্তরাষ্ট্র সফরে দুর্দান্ত ফর্মে আছেন নেইমার। দুই ম্যাচে করেছেন তিন গোল। কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ম্যাচের আগে আজ অনুশীলনে মেজাজ হারালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ঝগড়ায় জড়িয়ে পড়লেন সতীর্থ নেলসন সেমেদোর সঙ্গে। এতে তার বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার গুঞ্জনটাও জোরালো হয়েছে।
আজ মিয়ামির ব্যারি ইউনিভার্সিটি গ্রাউন্ডে অনুশীলন করছিল বার্সেলোনা। নিজেরাই দুই ভাগে ভাগ হয়ে ম্যাচ খেলছিলেন নেইমার-সুয়ারেজরা। এমন সময়ে একটি বলের দখল নিতে যান নেইমার ও সেমেদো। তখনই কদিন আগে বার্সায় যোগ দেওয়া সেমেদোর সঙ্গে ঝগড়া বেঁধে যায় নেইমারের।
দ্রুতই তাদের মাঝে এসে দুজনকে দুই দিকে সরিয়ে দেন হাভিয়ের মাশচেরানো। কিন্তু তখনো নেইমারকে ক্ষুব্ধ দেখাচ্ছিল। কিছু একটা বলতে বলতে সেমেদোর দিকে এগিয়েও যাচ্ছিলেন। তখন তাকে সরিয়ে নেন সার্জিও বুসকেটস।
তবে ক্ষুব্ধ নেইমার অনুশীলনের জার্সিটা খুলে ছুড়ে ফেলেন। রাগান্বিত হয়ে জোরে লাথি মারেন বলে। এরপর মাঠ ছেড়ে চলেও যান। বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে তখন পাশেই ছিলেন। কিন্তু কিছুই করার ছিল না তার।
যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ সময় রোববার ভোরে নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগেই সতীর্থের সঙ্গে নেইমারের এই ঝগড়া। আর এই ঘটনা নেইমারের পিএসজি চলে যাওয়ার গুঞ্জনে নতুন মাত্রাই যোগ করল।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, বাই-আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানতে যাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। নেইমার যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ফ্রান্সের বিমান ধরবেন বলেও খবর এসেছে। অবশ্য যুক্তরাষ্ট্র সফর শেষে নেইমার দলের সঙ্গে স্পেনে ফিরবেন না। বিজ্ঞাপন চুক্তির অংশ হিসেবে যাবেন চীনে।
https://youtu.be/G_yaR7TNCjE
তথ্যসূত্র : মেইল অনলাইন।