ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ : নানা আয়োজনের মধ্যদিয়ে ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যলায় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর ঘুরে একইস্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, সদর উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও মিষ্টি মুখ করানো হয়।