ঝালকাঠি প্রতিনিধি মো.মোছাদ্দেক বিল্লাহ
ঝালকাঠি জেলায় রাজাপুরে বিশখালি নদীতে ইলিশ ধরার অপরাধে ছয় জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- স্বপন মিয়া (২৬), রিমন মল্লিক (২৫), আজিজুল হক পলাশ (২৭), আরাফাত আলী (২০), জুয়েল হাওলাদার (২২) ও জুলহাস (২৫)। এদের বাড়ি উপজেলার বাদুরতলা গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল ইসলাম বলেন, ইলিশ ধরার অভিযোগে রোববার রাতে ছয় জেলেকে আটক করা হয়। সোমবার দুপুরে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।